হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রংধনু গ্রুপের পরিচালক মিজান ১০ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রংধনু গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি হত্যাসহ পৃথক চারটি মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়। 

আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে তাঁকে হাজির করা হলে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

এদিকে মিজানের পক্ষে আদালতে মহড়া দিতে দেখা গেছে রূপগঞ্জের চনপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের। এ সময় তাঁরা বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দেন। 

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যাসহ চারটি মামলায় আদালত তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রোমান হত্যায় পাঁচ দিন, দুটি মামলায় দুই দিন এবং একটি মামলায় এক দিনের রিমান্ড দেওয়া হয়। আমরা প্রত্যাশা করি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।’ 

তিনি আদালতে মিজানের পক্ষে সন্ত্রাসীদের মহড়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বাধীন দেশে আদালত প্রাঙ্গণে সন্ত্রাসীরা মহড়া দেবে এটা মেনে নেওয়া যায় না। যারা মহড়া দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবেন আশা করছি।’ 

গত ১৭ সেপ্টেম্বর ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে পুলিশ।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’