হোম > সারা দেশ > ঢাকা

ধলেশ্বরীতে বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় ড্রেজারে এলাকাবাসীর ভাঙচুর

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ড্রেজারে এলাকাবাসীর হামলা। ছবি: আজকের পত্রিকা

ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ক্ষুব্ধ বাসিন্দারা ড্রেজারে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজানগর ইউনিয়নের সৈয়দপুর কান্দা এলাকার পাশে নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি প্রভাবশালী মহল বেশ কয়েক দিন ধরে ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে আশপাশের গ্রামগুলোতে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি সৈয়দপুর-সোনাকান্দা সেতুটিও ঝুঁকির মুখে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নদীর দুই পাড়ের বাসিন্দারা নিজেরাই ড্রেজারটি বন্ধ করে দেন। এ সময় ভাঙচুর করা হয়।

এ বিষয়ে শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম বলেন, ‘ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেজারে আক্রমণ চালায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয় লোকদের বলি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাতে। পরে সবাই এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, ‘ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এর আগেও পুলিশ পাঠানো হয়েছিল। তবে যেহেতু নদীর ওই অংশ কেরানীগঞ্জ উপজেলার সীমানায় পড়ে, তাই আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারিনি। শুনেছি, ড্রেজারের মালিকপক্ষ উচ্চ আদালত থেকে ছয় মাসের রিট (স্থগিতাদেশ) নিয়েছে। আজ স্থানীয় লোকেরা নদীভাঙনের আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ড্রেজারের কিছু অংশ সরিয়ে নিয়েছে বা ভাঙচুর করেছে বলে জেনেছি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ