হোম > সারা দেশ > ঢাকা

মায়ের আপত্তিতে দুই সন্তানের জামিন মেলেনি হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে মামলা করেছিলেন মা নিজেই। সেই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন এক ছেলে, এক মেয়ে ও মেয়ের স্বামী। আর জামিন ঠেকাতে আদালতে আসেন ৭২ বছরের বৃদ্ধা মাও। তাঁর আপত্তির কারণে আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। 

আজ রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। 

খুরশিদা আক্তার নামের ওই বৃদ্ধা আদালতকে বলেন, তাঁর ছেলে ব্যবসায়ী। মেয়ে ও জামাতা সরকারি কর্মকর্তা। তাঁদের কোনো অভাব না থাকা সত্ত্বেও সম্পত্তির জন্য তাঁকে তাঁরা মারধর করেন। দুই সন্তানকে জামিন দিলে তাঁকে তাঁরা মেরে ফেলবে বলে শঙ্কা বৃদ্ধার। 

আসামিদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। শুনানিতে তিনি বলেন, ‘আরেক মেয়ের ইন্ধনে খুরশিদা আক্তার এই মামলা করেছেন। এ মামলার আগে তাঁরা মায়ের বিরুদ্ধেও মামলা করেছেন।’ 

আদালতের আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আমি আদালতের কাছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। হাইকোর্ট বিষয়টি অনুধাবন করে তাঁদের জামিন নামঞ্জুর করেছেন এবং বলেছেন, তাঁদের জামিন দেওয়া সম্ভব না। হাইকোর্ট আসামিদের ভর্ৎসনা করে বলেছেন, যে সন্তান মায়ের বিরুদ্ধে মামলা করতে পারে, সে কোনোভাবেই ভালো হতে পারে না।’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি