হোম > সারা দেশ > ঢাকা

মায়ের আপত্তিতে দুই সন্তানের জামিন মেলেনি হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে সন্তানদের বিরুদ্ধে মামলা করেছিলেন মা নিজেই। সেই মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন এক ছেলে, এক মেয়ে ও মেয়ের স্বামী। আর জামিন ঠেকাতে আদালতে আসেন ৭২ বছরের বৃদ্ধা মাও। তাঁর আপত্তির কারণে আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। 

আজ রোববার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। 

খুরশিদা আক্তার নামের ওই বৃদ্ধা আদালতকে বলেন, তাঁর ছেলে ব্যবসায়ী। মেয়ে ও জামাতা সরকারি কর্মকর্তা। তাঁদের কোনো অভাব না থাকা সত্ত্বেও সম্পত্তির জন্য তাঁকে তাঁরা মারধর করেন। দুই সন্তানকে জামিন দিলে তাঁকে তাঁরা মেরে ফেলবে বলে শঙ্কা বৃদ্ধার। 

আসামিদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। শুনানিতে তিনি বলেন, ‘আরেক মেয়ের ইন্ধনে খুরশিদা আক্তার এই মামলা করেছেন। এ মামলার আগে তাঁরা মায়ের বিরুদ্ধেও মামলা করেছেন।’ 

আদালতের আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আমি আদালতের কাছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। হাইকোর্ট বিষয়টি অনুধাবন করে তাঁদের জামিন নামঞ্জুর করেছেন এবং বলেছেন, তাঁদের জামিন দেওয়া সম্ভব না। হাইকোর্ট আসামিদের ভর্ৎসনা করে বলেছেন, যে সন্তান মায়ের বিরুদ্ধে মামলা করতে পারে, সে কোনোভাবেই ভালো হতে পারে না।’

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর