হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া একজনের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা নারী ও রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত ব্যক্তিদের একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি বাড়ি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা ছিলেন। পেশা ছিল সাইকেলের মিস্ত্রি। এ ছাড়া অজ্ঞাতনামা নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাতখামাইর রেলওয়ে স্টেশন এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়।’

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিন ইসলাম বলেন, ‘দুপুরের দিকে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রেলওয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।’

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরউজ্জান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে এক ব্যক্তির পরিচয় জানা গেছে। তবে নিহত নারী নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ