হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে গাড়িতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, অভিযুক্ত তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডিতে গাড়িতে চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল। ছবি: স্ক্রিনশট

‎রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় প্রাইভেট কার পার্কিং ফির নামে চাঁদা আদায়ের অভিযোগে আশরাফুল ইসলাম (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই ওই তরুণকে আটক করে পুলিশ। গতকাল মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আজ বুধবার সকালে আটকের তথ্যটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

‎তারিকুজ্জামান বলেন, চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় অভিযুক্ত তরুণ মো. আশরাফুলকে ধরতে অভিযান চালানো হয়। রাতে ধানমন্ডি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। থাকেন হাজারীবাগ এলাকায়।

চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. আশরাফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

‎ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, সাদা শার্ট পরা এক তরুণ রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেট কারের মালিকের সঙ্গে ওই তরুণের কথা–কাটাকাটি হয়। প্রাইভেট কারে বসা এক ব্যক্তি ওই তরুণকে মাস্তানি করার বিষয়ে প্রশ্ন করলে উত্তরে তরুণ বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’ এ সময় পাশে প্রাইভেট কার মালিকের স্ত্রী ওই তরুণের নাম জানতে চান। ‍উত্তরে তরুণ বলেন, ‘নাম দিয়ে কী হবে?’

‎‎ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেট কারের মালিক বলছেন, ‘রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।’

‎গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই তরুণ চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাঁকা করতে পারবা না।’

এরপর তরুণটি সেখান থেকে চলে যান।

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ