হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া। গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে এসে এ ঘোষণা দেন তিনি। 

জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বহির্বিভাগে রোগীর আগমন ও ভর্তির সংখ্যা, করোনা টিকা প্রদানে উন্নত ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন সচিব। একই সঙ্গে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। শয্যা বৃদ্ধিকরণের ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। 

এ ঘোষণার প্রেক্ষিতে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, এটি ঘাটাইলবাসীর জন্য অত্যন্ত খুশির খবর। আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, বর্তমানে কমপ্লেক্সটিতে ৫০টি শয্যা আছে। কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করা হলে উপজেলার সাধারণ মানুষ ভালো সেবা পাবেন। 

সচিবের সফরের সময় উপস্থিত ছিলেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ডা. শাহাদৎ হোসেন মাহমুদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. বেলাল হোসেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন, ঘাটাইল উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রমুখ। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ