হোম > সারা দেশ > মাদারীপুর

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

শরীয়তপুরে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ থানাসংলগ্ন এলাকায় একটি পিকআপকে পেছনে থেকে অপর একটি পিকআপ ধাক্কা দেয়। এতে এক পিকআপের চালক ফয়সাল হাসান (৩৯) নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফয়সাল হাসান চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার জয়রাপুর এলাকার রমজান আলীর ছেলে। তিনি গরু নিয়ে পিকআপে করে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় অপর পিকআপে থাকা গৌতম বৈদ্য ও মিজান নামে আরও দুজন আহত হন বলে জানিয়েছে পুলিশ।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের শরীয়তপুর জেলায় অবস্থিত পদ্মা সেতুর দক্ষিণ থানা অংশের ঢাকাগামী লেনে সড়কের পাশে গরুবাহী একটি পিকআপ ট্রাক দাঁড় করানো ছিল। এ সময় পেছন থেকে আসা একটি গাছবাহী পিকআপ একে ধাক্কা দিলে এর চালক ফয়সাল হাসান ঘটনাস্থলেই মারা যান।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক