হোম > সারা দেশ > ঢাকা

বিচারের বাণী যাতে নিভৃতে না কাঁদে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচারের বাণী নিভৃতে কাঁদে–আমরা এমন অবস্থা চাই না। মানুষ যাতে অতি দ্রুত ন্যায় বিচার পাই, সেই ব্যবস্থা চাই। প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা মামলাজট কমিয়ে আনা।’ আজ বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেশের বিভিন্ন জেলার বিচারকদের মাঝে গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রী জেলা ও দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের ব্যবহারের জন্য ১৬টি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। 

আইনমন্ত্রী বলেন, ‘মানুষ এখনো মনে করে আদালত হচ্ছে তার বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। মানুষের সেই আশ্রয়স্থল যেন নিশ্চিত থাকে তেমনভাবে বিচারকদের কাজ করতে হবে। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড এ কথাটি যেমন সত্য, তেমনি ‘জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড এ কথাটিও সত্য। সে কারণে এর ভারসাম্য আনা খুব প্রয়োজন।’ 

আনিসুল হক বলেন, ‘আঠারো বা উনিশ শতকে যে ফৌজদারি বা দেওয়ানি কার্যবিধি লেখা হয়েছিল, সেখানে অনেক সংশোধন করা সম্ভব। দেওয়ানি কার্যবিধি সংশোধন করে সময় কমিয়ে এনে দেওয়ানি মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, সেই চিন্তা-ভাবনা করছে সরকার। এটা করতে পারলে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বাড়বে।’ 

এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, যুগ্ম সচিব উম্মে কুলসুমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ