হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সড়ক দুর্ঘটনায় টেলিভিশন সংবাদকর্মী নিহত 

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দীপ্ত টিভির এক সংবাদকর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহ মো. কামরুজ্জামান রতন (৫০) ঢাকা জেলার সাভার উপজেলার তালবাগ এলাকার শাহ মো. হুমায়ুন কবিরের ছেলে। সাভারে নিজ বাড়িতে পরিবার নিয়ে বাস করতেন তিনি। এ ছাড়া তিনি ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর পদে কর্মরত ছিলেন। 

পুলিশ জানায়, তিনি মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

নিহতের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, ‘আমাদের হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংক টাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।’ 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটকের চেষ্টা চলছে ও আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল