হোম > সারা দেশ > ঢাকা

হকার, দোকানিদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করুন: জাফরুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটপাতের হকার, দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ড. জাফরুল্লাহ চৌধুরী। 

আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাসানী অনুসারী পরিষদে যোগদান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘শুধু যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকজন চাঁদাবাজি করছে তা নয়, পুলিশও চাঁদাবাজি করছে। আমার কাছে এমনও অভিযোগ আছে, ছোট একটা দোকান থেকে পুলিশ মাস শেষে গিয়ে ২২ হাজার টাকা চাঁদা নেয়। এ রকম হলে এই মানুষগুলো কেমন করে চলবে! বড়লোকদের কাছ থেকে চাঁদাবাজি তো করছেনই। তাই বলে ফুটপাত থেকেও এসব নিম্ন আয়ের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতে হবে? এসব বন্ধ করেন। 

জাফরুল্লাহ আরও বলেন, ‘দুই বছর ধরে আলেমদের আটকে রেখেছেন। তাদের কী অপরাধ? তাঁরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এটা কোনো অপরাধ হতে পারে? এবার তাদের মুক্তি দিন। অন্যদিকে হেফাজতকে পাশে বসিয়ে চায়ের দাওয়াত দেন। এসব করে আর লাভ হবে না। বলি, এবার ঘুষ দিয়ে রাজনীতি বন্ধ করেন।’ 

ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা জাফরুল্লাহ বলেন, ‘এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে। তবে তার মধ্যে দুটি বড় ব্যর্থতা রয়েছে বলে আমার মনে হয়। একটি হলো স্বাস্থ্য খাত, আরেকটি হলো পররাষ্ট্রনীতি। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাত ধসে পড়েছে। আর পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে এখনো রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি সরকার।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ অনেকে। 

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ