হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ ও সিঙ্গাইর প্রতিনিধি

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

তরিকুল ইসলামের বাড়ি সিঙ্গাইর উপজেলার খাসের চর গ্রামে। তিনি ওই গ্রামের আজমত আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের উপস্থিত ছিলেন। 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সিঙ্গাইর উপজেলার কাঞ্চননগর গ্রামের বাসিন্দা বৃষ্টি আক্তারকে বিয়ে করেন তরিকুল ইসলাম (৩৫)। বিয়ের পর থেকেই তরিকুল স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের আড়াই বছর পর থেকে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিতে থাকেন। পরবর্তীতে ২০২০ সালের ৭ মার্চ সকালে দুজনের কথাকাটাকাটির একপর্যায়ে তরিকুল গাছের ডাল দিয়ে স্ত্রী বৃষ্টির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বৃষ্টির মৃত্যু হয়। 

এ ঘটনায় বৃষ্টির বাবা বাদী হয়ে তরিকুল ইসলামকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ২৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন আসামি তরিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। 

মামলায় ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সব সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আজ বুধবার আসামি তরিকুলকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম শহিদ। 

মামলার রায়ে দুই পক্ষই উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১