হোম > সারা দেশ > মাদারীপুর

পুলিশের ভয়ে ট্রলারের ইঞ্জিনের ওপর পড়ে শিশুর চোখে-মুখে জখম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে অভিযানের সময় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে একটি ট্রলারে থাকা ইয়াছিন (১০) নামের এক শিশু ইঞ্জিনের ওপর পড়ে চোখে-মুখে গুরুতর জখম হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে পদ্মানদীর শিবচরের মাদবরের চর এলাকায় এই ঘটনা ঘটে। 

গুরুতর জখম ইয়াছিনকে ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শিবচরের মাদবরেরচর এলাকার খাড়াকান্দি গ্রামের মেহের খানের ছেলে। প্রশাসনের অভিযানের সময় বাবার সঙ্গে মে মাছ ধরার জন্য ট্রলারে ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছে। 

জখম হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবচরের চর জানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ শিবচরের এসিল্যান্ড, মৎস্য কর্মকর্তা ইলিশ শিকার বন্ধে পদ্মায় অভিযান পরিচালনা করেন। এ সময় নৌপুলিশের সদস্যরা অভিযানে ছিলেন। আমরা যতটুকু জেনেছি, অভিযানের সময় এক শিশু পড়ে গিয়ে ট্রলারের ইঞ্জিনের ওপর পড়ে চোখ-মুখে গুরুতর জখম হয়। তখনই শিশুটিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে যুগ্ম সচিব তাঁর মন্ত্রণালয়ে ফোন করে শিশুটির খোঁজ খবর নিতে বলেছেন।’ 

স্থানীয় লোকজন জানান, অভিযানের সময় পদ্মায় মাছ ধরা অবস্থায় জেলেদের আটক করার চেষ্টা করে পুলিশ। পুলিশ দেখে জেলেরা পালানোর চেষ্টা করেন। ওই সময় বাবার সঙ্গে মাছ ধরার ট্রলারে ছিল ইয়াসিন। প্রশাসনের অভিযান শুরু হলে পদ্মায় থাকা জেলেরা দিগ্‌বিদিক ছুটতে থাকেন। শিশুটির বাবার ট্রলারের দিকেও প্রশাসন ধাওয়া করলে শিশুটি ট্রলারের মেশিনের ওপর পড়ে গুরুতর জখম হয়েছে। 

ইয়াছিনের মামা মো. জয়নাল বলেন, ‘ইয়াছিন ওর বাবার সঙ্গে মাছ ধরার ট্রলারে ছিল। এ সময় পুলিশ আসে। পুলিশ ওরে বাড়ি দিতে গেলে ও বারির আঘাত থেকে বাঁচার চেষ্টা করলে ট্রলারের মেশিনের ওপর পড়ে যায়। এ সময় ওর মুখসহ মাথা ও চোখ জখম হয়।’ 

এ বিষয়ে জানতে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল আলম ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের মোবাইল ফোনে কল করেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

‘ছোট ভাই প্রোটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত