ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কাভার্ড ভ্যানে থাকা আরও দুজন । আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জান যায়, নিহত কাভার্ড ভ্যানের চালক মো. ইব্রাহীমের (৩৫) বাড়ি ভোলা জেলায় । কাভার্ড ভ্যানে থাকা আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
উপপরিদর্শক মো. জামিল হোসেন বলেন, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে জোরে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি উল্টে যায় । এ সময় এর চালক ঘটনাস্থলেই নিহত হন । এ ঘটনায় আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।