হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরের করোনা হাসপাতালে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত, ৩ রোগীর মৃত্যু

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের (বিএসএমএমসি) করোনা ইউনিটের আইসিইউতে অক্সিজেন সংকটে তিন রোগীর মৃত্যু হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় দশ মিনিটের মধ্যে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাসপাতালের আইসিইউতে প্রত্যক্ষদর্শী সূত্র জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে অক্সিজেন সরবরাহে সমস্যা সৃষ্টি হয়। এ সময় রোগীর স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন। মাত্র দশ মিনিটের মধ্যেই তিন রোগী মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর সদরপুরের মো. রুবেল (৩৫), সালথার পারভিন জামান (৬৫) এবং আব্দুল ওহাব মুন্সি (৬০) নগরকান্দা। 

এ বিষয়ে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে রিফিল করার সময় স্বাভাবিকভাবে সেখানে চাপ বাড়ে। সরবরাহ লাইনে এই চাপ নিয়ন্ত্রণ করার জন্য সরবরাহ কিছুটা কমিয়ে দেওয়া হয়। এ কারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে কয়েকজন মুমূর্ষু রোগী মারা যান। 

করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে তিনজনের মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফরিদপুরের এই করোনা হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬ টি। সব কটিই চালু রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। 

রোগী মৃত্যুর ব্যাপারে বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, হাসপাতালের সেন্ট্রাল প্ল্যান্টে অক্সিজেন রিফিল করার সময় সরবরাহের মাত্রা কমিয়ে দিতে হয়। সে কারণে কিছু রোগীর সমস্যা হয়েছে। এটা একটা দুর্ঘটনা। কর্তব্য পালনে কারও অবহেলা ছিল না বলে দাবি করেন তিনি। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষায় ২০৮টিই করোনাভাইরাস পজিটিভ এসেছ। পরীক্ষার হিসাবে আক্রান্তের হার ৫৬ দশমিক ০৪ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। আর এই সময়ের মধ্যে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন এবং উপসর্গ ছিল নয়জনের। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস