হোম > সারা দেশ > ঢাকা

মুরাদনগরে ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে নারী মঞ্চের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নারী মঞ্চ-এর উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী নারী সমাবেশ ও র‍্যালি হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মঞ্চ-এর উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী নারী সমাবেশ ও র‍্যালির আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। বক্তব্য রাখেন, নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, জোছনা আক্তার ও মমতাজ বেগম।

নারী নেত্রীরা বলেন, মুরাদনগরে যে নারকীয় ঘটনা ঘটেছে তা শুধু একজন নারীর ওপর নির্যাতন নয়, এটি গোটা নারী সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ঘরের দরজা ভেঙে রাতের আঁধারে একজন সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশে নারীর প্রতি সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের একটি ধারাবাহিকতা।

তারা বলেন, ওই নারী একবার ধর্ষণের শিকার হয়েছেন, আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে দ্বিতীয়বার ধর্ষিত হয়েছেন। এ ধরনের ঘটনা নারীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে এবং নারীর জনজীবনে।

নেতৃবৃন্দ বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে মানুষ আশাবাদী হয়েছিল যে দেশে বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে বিগত ১০ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং নারী ও সংখ্যালঘুবিরোধী অপরাধ বেড়েছে।

তারা বলেন, ধর্ষণের মতো অপরাধে রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক। মুরাদনগর ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এসব অপরাধ বাড়তেই থাকবে। পাশাপাশি তারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল ও সামাজিক নিপীড়ন বন্ধে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে শেষ হয়।

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব