হোম > সারা দেশ > ঢাকা

জামিন পেয়েছেন বগুড়ার তুফান সরকার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থ পাচার মামলায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
 
গত বছরের ২৯ অক্টোবর এ মামলা করেন সিআইডির উপপরিদর্শক মো. সফিউল আলম। মামলায় মাদক ব্যবসার মাধ্যমে ৩৩ লাখ ৩৪ হাজার টাকা স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগ আনা হয়। তুফান সরকারের আইনজীবী রফিকুল ইসলাম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘তুফানের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। সব কটিতেই তিনি জামিনে আছেন কি না, সেটি আমার জানা নেই। আর তাঁর বিরুদ্ধে মূল মামলা হচ্ছে ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন। দুদকের মামলাগুলো পরে দায়ের করা হয়েছে।’
 
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা অপর একটি মামলায় গত বছরের ১৬ নভেম্বর তাঁকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই মামলার অভিযোগে বলা হয়, আসামি তুফান সরকারের আয়ের কোনো উৎস ছিল না। তিনি আয়কর রিটার্নে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা দেখান। দুদকের নোটিশে সম্পদের সঠিক হিসাব দেননি তুফান। পরে দুদক ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে।
 
ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় করা মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে কারাগারে আছেন বগুড়ায় শ্রমিক লীগ থেকে বহিষ্কৃত তুফান সরকার।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ