হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কনের শখ পূরণে ৬ কিলোমিটার দূরত্বে হেলিকপ্টারে এলেন বর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কনে মেহেরুন আক্তারের শখ ছিল তাঁকে নিতে বর আসবেন হেলিকপ্টারে চড়ে। শখের কথা জানান বর আল আমিন শ্রাবণকে। জীবনসঙ্গী হতে যাওয়া স্ত্রীর আবদার পূরণে রাজি হয়ে যান তিনি। নিজ বাড়ি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান। 

আজ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান বর। ব্যতিক্রমী এই যাত্রায় খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ ভিড় জমান সেখানে। 

বরের বন্ধু আতাউর রহমান বলেন, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল আমিন শ্রাবণের সঙ্গে হীরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরার বিয়ে ঠিক হয়। তাঁর স্ত্রী হীরা চেয়েছিলেন তাঁর বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসুক। তাই স্ত্রীর শখ পূরণে রাজি হন শ্রাবণ। 

এদিন হেলিকপ্টারে বরযাত্রার খবর পেয়ে রূপসী এলাকায় শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মাঠে ভিড় জমায়। 

যাত্রার বিষয়ে শ্রাবণ বলেন, ‘এটা শুধু আমার স্ত্রীর একার শখ নয়, আমার মা-বাবাও চেয়েছেন আমি তাঁর শখ পূরণ করি। আমি আমার শুভদিনে কাজটি করতে পেরেছি এ জন্য আলহামদুলিল্লাহ।’ 

নিজের ব্যতিক্রমী শখের বিষয়ে কনে হীরা বলেন, ‘ছোটবেলা থেকে শখ ছিল, আমার বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। এখন আমাকে হেলিকপ্টারে নিয়ে যাবে। বিষয়টি সত্যি হতে যাচ্ছে দেখে ভালো লাগছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির