হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কনের শখ পূরণে ৬ কিলোমিটার দূরত্বে হেলিকপ্টারে এলেন বর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কনে মেহেরুন আক্তারের শখ ছিল তাঁকে নিতে বর আসবেন হেলিকপ্টারে চড়ে। শখের কথা জানান বর আল আমিন শ্রাবণকে। জীবনসঙ্গী হতে যাওয়া স্ত্রীর আবদার পূরণে রাজি হয়ে যান তিনি। নিজ বাড়ি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান। 

আজ বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান বর। ব্যতিক্রমী এই যাত্রায় খবর পেয়ে আশপাশের এলাকার মানুষ ভিড় জমান সেখানে। 

বরের বন্ধু আতাউর রহমান বলেন, রূপসী এলাকার আতরুদ্দিনের ছেলে আল আমিন শ্রাবণের সঙ্গে হীরাঝিল এলাকার মেহেরুন আক্তার হীরার বিয়ে ঠিক হয়। তাঁর স্ত্রী হীরা চেয়েছিলেন তাঁর বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসুক। তাই স্ত্রীর শখ পূরণে রাজি হন শ্রাবণ। 

এদিন হেলিকপ্টারে বরযাত্রার খবর পেয়ে রূপসী এলাকায় শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মাঠে ভিড় জমায়। 

যাত্রার বিষয়ে শ্রাবণ বলেন, ‘এটা শুধু আমার স্ত্রীর একার শখ নয়, আমার মা-বাবাও চেয়েছেন আমি তাঁর শখ পূরণ করি। আমি আমার শুভদিনে কাজটি করতে পেরেছি এ জন্য আলহামদুলিল্লাহ।’ 

নিজের ব্যতিক্রমী শখের বিষয়ে কনে হীরা বলেন, ‘ছোটবেলা থেকে শখ ছিল, আমার বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসবে। এখন আমাকে হেলিকপ্টারে নিয়ে যাবে। বিষয়টি সত্যি হতে যাচ্ছে দেখে ভালো লাগছে।’

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’