হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ফ্ল্যাট থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর থানা। ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটের চারতলা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে কাশিমপুর থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন মো. রাসেল হোসেন (২৩) ও সুফিয়ান (২৪)। তাঁদের বাড়ি যথাক্রমে সাতক্ষীরা ও ভোলা জেলায়। কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়া এলাকায় ওই ফ্ল্যাটে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানার প্যাকেজিং বিভাগে কাজ করতেন এ দুই যুবক।

স্থানীয়রা জানান, নিহতরা মঙ্গলবার তাঁদের কারখানায় অনুপস্থিত ছিলেন। এ কারণে কারখানা কর্তৃপক্ষ প্রথমে তাঁদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন বন্ধ থাকায় ছুটির পর কারখানা থেকে তাঁদের বাসায় লোক পাঠানো হয়। তাঁরা বাসায় গিয়ে ফ্ল্যাটের দরজা ভেজানো অবস্থায় পান। পরে ভেতরে প্রবেশ করে মরদেহ ঘরের ফ্লোরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাড়ির কেয়ারটেকার বকুল ও মাহাবুব, শান্ত ও জাহিদ নামের তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জিএমপির কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গলা কাটা ছিল। ঘরের দরজা খোলা ছিল। তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস