হোম > সারা দেশ > গাজীপুর

কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১। 

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইকবাল হোসেন (৩৮) উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলীর ছেলে।

র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর কারাবন্দীরা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। কারাগারে দায়িত্ব পালনকারী কারারক্ষীদের জিম্মি করে কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মামলার এজাহারভুক্ত আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল হোসেনকে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদে শ্রীপুরে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব