হোম > সারা দেশ > ফরিদপুর

পদ্মা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পদ্মা নদীর নৌ-বন্দর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরতলীর ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। 

সকালে এলাকাবাসী ওই মরদেহটি পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ-পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির জানান, মরদেহটি এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরোনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে। 

নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) ইদ্রিস শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সিএন্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করি। মরদেহের গায়ে সাদা-কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিনসের প্যান্ট পরা ছিল। গলায় একটি মাফলার প্যাঁচানো ছিল। মরদেহ পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ