হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

অপহরণের ৪ দিন পর খালে মিলল শিশুর অর্ধগলিত লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিহত শিশু আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের চার দিন পর এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের একটি খালে তার লাশ পাওয়া যায়।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ (৩)। সে একই গ্রামের মো. এনার মিয়ার একমাত্র সন্তান।

শিশুর মামা মো. শফিক ভূঁইয়া জানান, গত সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনে বল খেলার সময় আব্দুল্লাহ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান না পেয়ে থানায় জানানো হয়। পরে অপহরণকারীরা শিশুর চাচা ও চাচির ফোন করে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে ৩২ হাজার টাকা দিলেও শিশুটিকে ফেরত পায়নি। এ বিষয়ে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ কোম্পানি কমান্ডার র‍্যাব-১৪, সিপিসি-২–তে লিখিত অভিযোগ করা হয়।

আজ শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির সামনের খালে অর্ধগলিত অবস্থায় শিশুটির লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা