হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

লে-অফ ঘোষণায় শ্রমিকদের বিক্ষোভ, ৮ কারখানা বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ সোমবার কারখানার শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী কারখানা থেকে ছাঁটাই ও লে-অফ নোটিশকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আরও আটটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইল এলাকার আবির ফ্যাশন কারখানায় শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। বিকেলে শ্রমিকেরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে শ্রমিকেরা আবির ফ্যাশনে এসে লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হন। তাঁরা কারখানার সামনে অবস্থান নেন। বিকেলে হঠাৎ শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আশপাশে অবস্থিত মাইক্রো ফাইবার গ্রুপ, মেট্রো নিটিং, ক্যাডটেক্স, পলমল গ্রুপ, টাইম সোয়েটার, আজাদ ফ্যাশনসহ অন্তত আটটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান পুলিশ কর্মকর্তারা। তবে দীর্ঘ আলোচনার পরও শ্রমিকদের দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।

শ্রমিকেরা জানান, মালিকপক্ষকে একতরফা সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটটি দাবি জানানো হয়েছে। মালিকপক্ষ দাবি মেনে না নেওয়ায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

আবির ফ্যাশনের ব্যবস্থাপক সাগর মল্লিক বলেন, ‘আমাদের কারখানায় তিন হাজার শ্রমিক রয়েছেন। তাঁদের মধ্যে পোশাক খাতে রয়েছেন ২ হাজার ৪০০ জন। তাঁদের মধ্যে ২০৫ জন শ্রমিককে আমরা চিহ্নিত করেছি, যারা সব সময় নানা অজুহাতে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। আমাদের ধারণা, কোনো একটি চক্র গার্মেন্টস খাত ধ্বংস করতে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৪টার পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।’

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে