হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে আয়শা আক্তার রনি (৪৫) নামে বড় বোন নিহত হয়েছে। এ ঘটনায় ওই ছেলের ছুরিকাঘাতে তাঁর বাবাও আহত হয়েছেন। আজ সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দনিয়া রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় আয়েশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মোখলেছুর রহমান জানান, তার ছেলে রবিন জিহাদ মাদকাসক্ত। আজকে তার চিকিৎসা করানোর জন্য একটি রিহাব সেন্টারে ভর্তির সিদ্ধান্ত নেন তাঁরা। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য মেয়ে আয়েশা তাঁদের বাসায় আসে। রবিনের সঙ্গে চিকিৎসা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়েশাকে ছুরিকাঘাত করে সে। মেয়েকে বাঁচাতে গিয়ে ছেলের ছুরিকাঘাতে তিনিও আহত হন। 

মোখলেছুর রহমান আরও জানান, আয়েশার স্বামী কামাল হোসেন ইতালিপ্রবাসী। বর্তমানে দুই মেয়ে এক ছেলেকে নিয়ে দনিয়ার রসুলবাগ এলাকায় থাকতেন। তার পাশের একটি বাসায় তিনি থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের বাসায় আসে আয়েশা। এ সময় আয়েশার ছোট ভাই রবিন জিহাদের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রবিন আয়েশার বুকে ছুরিকাঘাত করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না