হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে বোন নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে আয়শা আক্তার রনি (৪৫) নামে বড় বোন নিহত হয়েছে। এ ঘটনায় ওই ছেলের ছুরিকাঘাতে তাঁর বাবাও আহত হয়েছেন। আজ সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দনিয়া রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় আয়েশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা মোখলেছুর রহমান জানান, তার ছেলে রবিন জিহাদ মাদকাসক্ত। আজকে তার চিকিৎসা করানোর জন্য একটি রিহাব সেন্টারে ভর্তির সিদ্ধান্ত নেন তাঁরা। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য মেয়ে আয়েশা তাঁদের বাসায় আসে। রবিনের সঙ্গে চিকিৎসা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আয়েশাকে ছুরিকাঘাত করে সে। মেয়েকে বাঁচাতে গিয়ে ছেলের ছুরিকাঘাতে তিনিও আহত হন। 

মোখলেছুর রহমান আরও জানান, আয়েশার স্বামী কামাল হোসেন ইতালিপ্রবাসী। বর্তমানে দুই মেয়ে এক ছেলেকে নিয়ে দনিয়ার রসুলবাগ এলাকায় থাকতেন। তার পাশের একটি বাসায় তিনি থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁদের বাসায় আসে আয়েশা। এ সময় আয়েশার ছোট ভাই রবিন জিহাদের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রবিন আয়েশার বুকে ছুরিকাঘাত করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তি রক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

‘ছোট ভাই প্রটেকশন বাড়াও’— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী