হোম > সারা দেশ > ঢাকা

প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অভিমত

নভেরাকে নিয়ে আরও ভাবা ও গবেষণার সুযোগ রয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নভেরা আহমেদ

বাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন ও চ্যানেল আইয়ের আয়োজনে গতকাল বুধবার বিকেলে বেঙ্গল শিল্পালয়ে হয়ে গেল তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন ‘নভেরা স্মৃতির অভিযাত্রা’।

আয়োজনে চলচ্চিত্র উপভোগের পাশাপাশি শিল্পী ও শিল্পবোদ্ধারা নভেরা আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

শিল্পী অধ্যাপক লালারুখ সেলিম বলেন, ‘নভেরাকে নিয়ে নব্বই দশক থেকে জানার বা বোঝার যে যাত্রা শুরু হয়েছিল, সেটি এখনো চলমান। তাঁকে ও তাঁর কাজ জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। তাঁর কাজ নিয়ে এখনো বিশদভাবে ভাবার ও গবেষণার সুযোগ রয়েছে। নভেরার নাটকীয় জীবন ছাপিয়ে তাঁর কাজ নিয়ে আরও কাজ হতে পারে। সেদিকে নজর দেওয়া প্রয়োজন।’

লালারুখ সেলিম নভেরার আরও শিল্পকর্ম জাদুঘরে এনে সংরক্ষণের তাগিদ দেন। তিনি বলেন, যে কাজগুলো দেশে আছে সেগুলো আরও ভালোভাবে সংরক্ষণের মধ্য দিয়ে তাঁকে সম্মান জানানো যেতে পারে। নভেরা দেশের শিল্পকলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি।

শিল্পরসিক রেজাউল করিম সুমন জানান, ১৯৬০ সালের আগস্টে নভেরার যে প্রদর্শনী হয়েছিল সেটা বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কোনো ভাস্করের একক ভাস্কর্য প্রদর্শনী। এ ঘটনা বেশ সাড়া ফেলেছিল।

শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘আমরা নভেরাকে নিয়ে আরও জানতে চাই। তাঁর কাজ আরও দেখতে চাই। তাঁর কাজগুলো মানুষের কাছে কীভাবে পৌঁছানো যায়, সেই চেষ্টা করছি। এই আয়োজন তারই একটি প্রয়াসমাত্র।’

আয়োজনে দেখানো প্রামাণ্যচিত্র তিনটি হচ্ছে, এন রাশেদ চৌধুরীর ‘ন হন্যতে’, শিবু কুমার শীলের ‘নভেরা’ এবং অনন্য রুমার ‘নভেরা: এক্সপেডিশন টু নস্টালজিয়া’। প্রামাণ্যচিত্রগুলোতে শিল্পীর জীবন ও কাজ এবং তাঁকে নিয়ে শিল্পী, শিল্প সমালোচক এবং কাছের মানুষদের কথা উঠে এসেছে।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬