হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাকা ফেরতের কথা বলে ডেকে শিক্ষককে হত্যা, উঠান খুঁড়ে মিলল লাশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে এক শিক্ষককে ডেকে নিয়ে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিকরাইল ইউনিয়নের সারপলিশা গ্রামের এক বাড়ির উঠান খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

নিহত আব্দুল হক (৫৬) সারপলিশা গ্রামের মৃত হাফিজ ভূঞার ছেলে। তিনি পলিশা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

আটক ব্যক্তিরা হলেন–এই গ্রামের জাহানানা বেগম (৪০), তাঁর স্বামী আব্দুল বারেক (৪৮), সবুরের ছেলে ফারুক (২৮)। 

নিহতের ভাতিজা মানিক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাওনা টাকা চাওয়ার জন্য (আব্দুল হক) জাহানারার বাড়ি যায়। রাতে বাড়ি না ফিরলে আমরা জাহানারার বাড়িসহ আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করি। পরে আজ শুক্রবার সকালে থানায় একটি ডায়েরি করি। পুলিশ এসে তাৎক্ষণিক জাহানারার বাড়ির উঠান থেকে আব্দুল হকের লাশ উদ্ধার করে।’ 

নিহতের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, ‘জাহানারা আমার ভাইয়ের কাছ থেকে কয়েক মাসে আগে টাকা ধার নেন। ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাকে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে।’ 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, আজ শুক্রবার দুপুরে ভূঞাপুরে সারপলিশা গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠান থেকে আব্দুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট