হোম > সারা দেশ > ঢাকা

‘ঘটনা সত্য’ নাটক নিয়ে নির্মাতা ও চ্যানেল আই কর্মকর্তাদের বিরুদ্ধে আরেক মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ঘটনা সত্য’ নাটকের নাট্যকার, পরিচালক, চ্যানেল আইয়ের কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুরের আদালতে এই মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। 

সমাজ সেবামূলক প্রতিষ্ঠান কান্ট্রিওয়াইড হেলথ ইনশিয়েটিভ ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (চাইল্ড ফাউন্ডেশন) পক্ষে প্রশাসনিক নির্বাহী কর্মকর্তা নাবিলা আক্তার এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রতিবন্ধী আফিয়া কবির আনিলা যৌথভাবে এ মামলা করেন। মামলায় সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও লিমিটেডের প্রয়োজক ও স্বত্বাধিকারী এসকে শাহেদ, নাটক নির্মাতা ও পরিচালক রুবেল হাসান, লেখক মাইনুল শানু, অভিনেতা আফরান নিশো, মেহজাবিন চৌধুরী এবং চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ জুলাই দুপুর ২টা ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পাঁচ মিনিট যাবত প্রচারিত ‘ঘটনা সত্য’ নামক নাটকটি একটি বিশেষ প্রতিবন্ধী শিশুর সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। পরদিন সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও লিমিটেড তাদের ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড করে। নাটকে শেষে একটি বার্তাও প্রকাশ করা হয় ওই চ্যানেলে। সেখানে বলা হয়, ‘পাপের ফল কখনো কখনো আমাদের কোনো অনৈতিক কাজ বাস্তব জীবনে চরম শাস্তি নিয়ে আসতে পারে। যা হয়তো জীবনব্যাপি ভোগ করতে হয়।’ 

নাটকটি প্রচুর মানুষ দেখেছেন। প্রতিবন্ধী শিশু ও তাঁর বাবা-মাকে সমাজে অন্য মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করেছে এই নাটক। এই নাটকটি প্রচার করে টিভি চ্যানেল মালিক, লেখক, কলাকুশলী জনমনে প্রতিবন্ধী শিশু ও তাদের বাবা-মাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। 

অভিযোগে আরও বলা হয়, মানুষকে কুকর্ম বা ধর্মীয়ভাবে পাপ থেকে বিরত রাখার জন্য যে বার্তাটি দেওয়া হয়েছে এবং নাটকের পটভূমিতে বর্ণিত হয়েছে যে, প্রতিবন্ধী শিশুর জন্ম হয়েছে তার বাবা-মায়ের কুকর্মের ফল স্বরূপ। এটি প্রতিবন্ধী শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাঁদের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এই নাটকের ফলে স্বল্পশিক্ষিত সমাজে যে বার্তাটি পৌঁছায় তা হলো প্রতিবন্ধিতা একটি পাপের ফল। যা ভ্রান্ত, অবৈজ্ঞানিক, কুসংস্কার ও উসকানিমূলক। এমনকি ধর্মীয় দিক দিয়েও একজনের শাস্তি অন্যের ওপর কখনো বর্তায় না। 

এমন বিবেকহীন কর্মকাণ্ডে বাদী ও অন্যরা অত্যন্ত মর্মাহত। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ৩৭ (৪) এবং ৪০ ধারায় বাদীপক্ষ প্রতিকার চান। 

উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্ট ‘ঘটনা সত্য’ নাটক নিয়ে নির্মাতা ও টিভি চ্যানেলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন এক প্রতিবন্ধী। ওই মামলাও পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল