হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ট্রিপল মার্ডার মামলার ২ আসামি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের কালকিনিতে ট্রিপল মার্ডারের মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালকিনির বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের বিরোধ চলছিল।

এর জেরে গত ২৭ ডিসেম্বর ভোরে ইউপি সদস্য আক্তার শিকদার, তাঁর ছেলে মারুফ শিকদার ও একই এলাকার সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান ও তাঁর লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনার তিন দিন পর (৩০ ডিসেম্বর) নিহত আক্তার শিকদারের বাবা মতিউর রহমান বাদী হয়ে ৬৫ জনের নামে একটি হত্যা মামলা করেন। অপর নিহত সিরাজের বাবা রশিদ চৌকিদার বাদী হয়ে ৩৪ জনের নামে আরেকটি মামলা করেন।

দুটি মামলা কালকিনি থানায় রেকর্ড করা হয়। এতে প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তাঁর ভাই মশিউর রহমান রাজনকে।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘কালকিনিতে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন কোন মামলায় তাঁরা জামিনে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার