হোম > সারা দেশ > ঢাকা

ইডেন ছাত্রলীগ নেত্রী বৈশাখীকে আটকে পুলিশে দিল ছাত্রীরা

ঢাবি সংবাদদাতা

রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী। ছবি: সংগৃহীত

রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নিজ বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে তাঁকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৩টার পর তাঁকে লালবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কলেজের শিক্ষার্থীরা বলেন, সামিয়া আক্তার বৈশাখী মার্কেটিং বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে শিক্ষার্থীদের চোখে পড়ে। পরে তাঁরা বৈশাখীকে আটক করে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসনের সহায়তায় তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের সময় উপস্থিত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ছাত্রলীগ নেত্রী বৈশাখী বিভাগ থেকে প্রত্যয়নপত্র নিতে আসে। শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কারণ বিগত সময়ে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন এবং হয়রানি করেছে বৈশাখী।’

তিনি আরও বলেন, ‘পুলিশের কাছে হস্তান্তরের পর কলেজের অধ্যক্ষ কার্যকরী পদক্ষেপ নেবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।’

এ বিষয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামছুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কলেজে পরীক্ষা চলছিল। এর মধ্যে ছাত্রলীগ নেত্রী কীভাবে প্রবেশ করল, তা কেউ খেয়াল করেনি। শিক্ষার্থীরা অবরুদ্ধ করার পর তাঁকে লালবাগ থানায় হস্তান্তর করেছি। বাকি পদক্ষেপ পুলিশ নেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে বসব। দারোয়ানদের আরও সতর্ক থাকার বিষয়ে জোর দেব, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট