হোম > সারা দেশ > ঢাকা

এবার ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল গণমাধ্যমকর্মীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ানবাজার বসুন্ধরা শপিং মলের বিপরীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি পরিতোষ বলেন, বসুন্ধরা শপিংয়ের সামনে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। 

প্রত্যক্ষদর্শী বসুন্ধরা শপিং মলের কর্মী রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এরই মধ্যে দেখলাম মোটরসাইকেল আরোহীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপা দিয়ে চলে গেল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি একটি মোটরসাইকেলে আরোহী ছিলেন। ঘটনার পর মোটরসাইকেলটির চালক আমাকে বলেন, নিহত ব্যক্তি ফকিরাপুল থেকে আমার গাড়িতে উঠেছেন। যাবেন মিরপুর ১ নম্বর। এর বেশি তিনি আর কিছু বলতে পারেননি।’ 

ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহত ব্যক্তির নাম আহসান কবির খান। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি একজন গণমাধ্যমকর্মী। তবে কোন হাউসে কাজ করেন সেটি এখনো নিশ্চিত হতে পারিনি।’ 

উল্লেখ্য, গতকাল বুধবার গুলিস্তান মোড়ে ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের ছাত্র। পরে জানা যায়, গাড়ির চালক ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী। এ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছেন নটর ডেমের শিক্ষার্থীরা। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’