হোম > সারা দেশ > ঢাকা

এবার ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল গণমাধ্যমকর্মীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ানবাজার বসুন্ধরা শপিং মলের বিপরীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি পরিতোষ বলেন, বসুন্ধরা শপিংয়ের সামনে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে। 

প্রত্যক্ষদর্শী বসুন্ধরা শপিং মলের কর্মী রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এরই মধ্যে দেখলাম মোটরসাইকেল আরোহীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপা দিয়ে চলে গেল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি একটি মোটরসাইকেলে আরোহী ছিলেন। ঘটনার পর মোটরসাইকেলটির চালক আমাকে বলেন, নিহত ব্যক্তি ফকিরাপুল থেকে আমার গাড়িতে উঠেছেন। যাবেন মিরপুর ১ নম্বর। এর বেশি তিনি আর কিছু বলতে পারেননি।’ 

ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহত ব্যক্তির নাম আহসান কবির খান। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি একজন গণমাধ্যমকর্মী। তবে কোন হাউসে কাজ করেন সেটি এখনো নিশ্চিত হতে পারিনি।’ 

উল্লেখ্য, গতকাল বুধবার গুলিস্তান মোড়ে ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের ছাত্র। পরে জানা যায়, গাড়ির চালক ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী। এ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছেন নটর ডেমের শিক্ষার্থীরা। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ