হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুরের পর আটক ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের মিছিলে বাধা দেওয়ার জেরে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের এক সদস্য আহত হন। এ ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর-মির্জাপুর সড়কের কালামপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য হলেন ধামরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস ছোবহান। তবে আটকদের নাম ও পরিচয় জানায়নি পুলিশ।

বিএনপি নেতা-কর্মীরা জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে কালামপুর আমাতন নেছা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেখানে ৭০০-৮০০ নেতা-কর্মী অংশ নেন।

বিএনপির অপর একটি অংশের ৩০-৪০ জন নেতা-কর্মী লিফলেট বিতরণের জন্য বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এ ঘটনায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ সময় অপর মিছিল থেকে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।

ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ‘তমিজ উদ্দিনের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। তখন সেখানে থাকা পাঁচ-সাতজন পুলিশ আমাদের ওপর হামলা করে। ওই সময় আমাদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়। এতেই ওই ঘটনা ঘটে।’

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, বিএনপির মিছিল থেকে হামলা করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে এএসআই ছোবহান আহত হন। এ ঘটনার পর তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরিচয় পরে জানানো হবে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল