হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় রিকশাচালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। কিছুদিন আগে ওই কিশোরীর মায়ের মৃত্যু হয়।

গত শনিবার দিবাগত রাত ২টার দিকে রামপুরায় এলাকায় একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

মেয়েটি পুলিশের কাছে তার বক্তব্যে জানিয়েছে, একাধিকবার সে ধর্ষণের শিকার হয়েছে। এমনকি মা যখন বেঁচে ছিল, তখনো বাবা তাকে ধর্ষণ করে।

এ সব তথ্য নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান। তিনি বলেন, রিকশাচালক ভুক্তভোগী শিশুটির বাবা। তিনি মাদকাসক্ত। টিনশেড বাসাটিতে তিন সন্তানকে নিয়ে থাকেন তিনি। তাঁর স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন।

এসআই আরও বলেন, শনিবার দিবাগত রাতে স্থানীয়রা থানায় খবর দেয়, রিকশাচালক বাবা মেয়েটিকে ধর্ষণ করেছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আর ওই কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিকশাচালককে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মায়ের মৃত্যুর পর তিন সন্তান নিয়ে ওই ব্যক্তি একই কক্ষের একটি বাসায় থাকতেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে নির্যাতন করতেন।

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার