হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

আজ রোববার বিকেলে দ্বিগু বাবুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহ আলী ট্রেডার্স, আল আমীন ট্রেডার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

অভিযানের বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের কারসাজিতে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা ভারতের পেঁয়াজ আমদানিকে অজুহাত দাঁড় করাচ্ছেন। নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা ঢুকেছে, সেটারও দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’ 

তিনি আরও বলেন, ‘এখানে কোনো দোকানে মূল্যতালিকা নেই। বেশ কয়েকজন তথ্য দিতে চাচ্ছিলেন না। পরে তাঁদের ক্রয় রসিদ সংগ্রহ করে ঢাকার শ্যামবাজারে পাইকারি বিক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি। ক্রয় দামের সঙ্গে বিক্রয় দামের বড় গরমিল পাওয়া গেছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু