নারায়ণগঞ্জ শহরের দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
আজ রোববার বিকেলে দ্বিগু বাবুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহ আলী ট্রেডার্স, আল আমীন ট্রেডার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অভিযানের বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের কারসাজিতে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা ভারতের পেঁয়াজ আমদানিকে অজুহাত দাঁড় করাচ্ছেন। নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা ঢুকেছে, সেটারও দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’