হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালনা করেছেন জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

আজ রোববার বিকেলে দ্বিগু বাবুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শাহ আলী ট্রেডার্স, আল আমীন ট্রেডার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

অভিযানের বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের কারসাজিতে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা ভারতের পেঁয়াজ আমদানিকে অজুহাত দাঁড় করাচ্ছেন। নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা ঢুকেছে, সেটারও দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রশাসনকে সঙ্গে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’ 

তিনি আরও বলেন, ‘এখানে কোনো দোকানে মূল্যতালিকা নেই। বেশ কয়েকজন তথ্য দিতে চাচ্ছিলেন না। পরে তাঁদের ক্রয় রসিদ সংগ্রহ করে ঢাকার শ্যামবাজারে পাইকারি বিক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি। ক্রয় দামের সঙ্গে বিক্রয় দামের বড় গরমিল পাওয়া গেছে।’

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে