হোম > সারা দেশ > নরসিংদী

ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় চালকের বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ট্রাক্টরচাপায় মূতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহতের ঘটনায় চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার নজরপুরের চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মূতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মূতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মোবারক সরকার, সহকারী শিক্ষক সাজ্জাদ উল্লাহ বাবুল, ওবায়দুল্লাহ খান, নোয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সামাজিক সংগঠন জাগ্রত মানবতার সভাপতি শাহ্ আলম, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ইকবাল হোসেন স্বাধীন, বাংলাদেশ ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির ভূঁইয়া, নিহত স্কুলছাত্রের বাবা খোকন মিয়া ও দাদা আব্দুল ওহাব মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নজরপুরের চম্পকনগরে সড়ক পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মূতিউল্লাহ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তামজিদ প্রধানের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় ট্রাক্টরচালককে আটক করে পুলিশ। চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯