হোম > সারা দেশ > মাদারীপুর

ঝড়ের মধ্যে পথে পাওয়া শিশুটির পরিবারের সন্ধান মিলল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

শিবচরে ঝড়-বৃষ্টির মধ্যে সড়কের পাশে পড়ে থাকা দেড় বছর বয়সী শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন। শনিবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে শিশুটিকে ফেলেই বাড়ি ফিরে যান মা। ওই সময় শিবচরের যাদুয়ারচর ব্রিজসংলগ্ন রাস্তার পাশে বৃষ্টির মধ্যে বসা ছিল শিশুটি! পথচারীরা ঝড়-বৃষ্টির মধ্যে শিশুটিকে দেখে পরিবারের খোঁজ করতে থাকে। পরে না পেয়ে শিবচর থানায় পুলিশের হেফাজতে দেয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেওয়ার পর রোববার (১৮ মে) রাত ১০টার দিকে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। পরিবারের লোকজন থানায় ছুটে আসে। এরপর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম জানান, শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কাছে শিশুটিকে হস্তাস্তর করা হয়েছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এমন সময় শিবচরের যাদুয়ারচর ব্রিজের কাছে সড়কে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পায় পথচারীরা। পরে শিশুটির আশপাশে কেউ আছে কি না, খোঁজ নিলে কাউকে না পেয়ে শিশুটিকে উদ্ধার করে শিবচর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। এদিকে ঝড়ের রাতে নির্জন রাস্তায় বৃষ্টির মধ্যে শিশুটিকে হামাগুড়ি অবস্থায় দেখতে পেয়ে অনেকের মধ্যেই বিস্ময় জাগে! রোববার রাত ৯টার দিকে মাসহ পরিবারের সদস্যরা এসে শিশুটিকে নিয়ে যায়।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ