হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

দখল, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগে রাজধানীর খিলক্ষেত থেকে সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানাকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আজ বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার হাজি ক্যাম্পের আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

আটক হওয়া ওই সাবেক নেতা খিলক্ষেতের ৯৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

হাজি ক্যাম্পের সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে খিলক্ষেত এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল এবং মাদক কারবার পরিচালনা করছিলেন মাসুদ রানা। এ ছাড়া খিলক্ষেত বাজার এলাকায় বিভিন্ন দোকান দখল করে নিজস্ব ব্যক্তিদের ভাড়া দিয়েছেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তাঁরা বলেন, ‘আটক হওয়া ওই সাবেক নেতার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রাতের মধ্যেই আইনানুগ ব্যবস্থার জন্য তাঁকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩