পবিত্র ঈদুল আজহায় ৭৭২ নং রংপুর এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে না। কেন চালানো হচ্ছে না এ বিষয় জানিয়েছে জেনারেল ম্যানেজার (পশ্চিম) কার্যালয় বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে রংপুর এক্সপ্রেস ট্রেন না চালানো কারণ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন মুসলিম রানিং কর্মচারী না থাকায় আগামী ০৯-০৭-২০২২ তারিখ ৭৭২ নং রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুর-ঢাকা রুটে এবং ১১-০৭-২০২২ তারিখে ৭৭১ রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা-রংপুর রুটে চলাচল করবে না।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। জেনারেল ম্যানেজার (পশ্চিম) এর পক্ষে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।