হোম > সারা দেশ > গাজীপুর

মাদক কেনার টাকা কম দেওয়ায় মায়ের হাতের রগ কাটল ছেলে

গাজীপুরের শ্রীপুরে মাদক কেনার টাকা কম দেওয়ায় বানু বিবি (৭৫) নামে এক নারীর ডান হাতের রগ কেটে দিয়েছেন ছেলে। 

গতকাল শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত বৃদ্ধাকে স্বজনেরা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তোফাজ্জল হোসেন (৩৫) বানু বিবির দ্বিতীয় সন্তান। 

তোফাজ্জল হোসেনের বড় ভাই আফজাল হোসেন বলেন, গতকাল সকালে মা রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় তোফাজ্জল এসে মায়ের কাছে মাদক কেনার জন্য ২০০ টাকা দাবি করেন। মা তাঁকে ২০ টাকা দিয়ে বলেন আর নেই। এরপর মায়ের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে মায়ের ডান হাতে আঘাত করে হাতের বেশির ভাগ অংশ কেটে ফেলেন। এ ছাড়া মাথায় কয়েকটি আঘাত করেন। তখন মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।

প্রতিবেশীরা এগিয়ে এলে তোফাজ্জল বাড়ি থেকে পালিয়ে যান। এরপর মাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন মায়ের হাতের অনেকগুলো রগ কেটে গেছে। আজ শনিবার রাতে মায়ের অপারেশন হবে। 

তিনি আরও বলেন, তোফাজ্জল খুবই মাদকাসক্ত। স্ত্রী-সন্তানকে মারধর করেন। তাঁর অত্যাচার থেকে মুক্তি পেতে স্ত্রী তাঁকে ফেলে কারখানায় চাকরি করছেন। 

তোফাজ্জল হোসেনের স্ত্রী জোনাকি আক্তার বলেন, ‘স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তার সংসার ছেড়ে চলে এসেছি। আমার দুটি সন্তান, সংসার-আত্মীয়স্বজন কিছুই সে মানে না। তাকে প্রতিদিন ২০০ টাকা দিতে হবে। না দিলেও অশান্তি। বিচার-সালিস করেও কোনো লাভ হয়নি।’ 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা মাদকাসক্ত যুবককে আটক করতে অভিযান পরিচালনা করি। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। গুরুতর আহত বৃদ্ধা নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ তার অপারেশন হওয়ার কথা। মাদকাসক্ত তোফাজ্জল হোসেনকে আটক করা হবে।’

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে