হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গায়েহলুদ থেকে ফেরার পথে দুই ভাইসহ ৪ জনের ওপর হামলা

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় সহোদর ভাই হাসান-হোসাইন ও তাঁদের দুই বন্ধু রতন ও মিঠু আহত হন। ধারালো অস্ত্র দিয়ে হামলাকারীরা হাসানের মাথা, ঘাড়, কাঁধ ও হাতে একাধিক কোপ দেয়। রতন ও মিঠুকে বেধড়ক মারধর ও হোসাইনকে গুরুতর জখম করা হয়।

এ সময় হামলাকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যক্তিরা সম্পর্কে বন্ধু হন। তাঁদের মধ্যে হাসান (২১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় হাসানের বাবা আতাউর রহমান গতকাল রাত সাড়ে ১২টার দিকে ডেমরা থানায় মামলা করেন। মামলায় নামীয় আসামিরা হলেন মোহাম্মদ হাফেজ, অনিক, শুভ, মিনহাজ, সাকিব, আরিফ, ফালান, বক্কর, আব্দুল্লাহ, আবির, সিয়াম ও জিদান। এ ছাড়া অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১