হোম > সারা দেশ > ঢাকা

চার দফা দাবিতে শাহবাগ অবরোধ সনাতন ধর্মাবলম্বীদের

ঢাবি প্রতিনিধি

চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। আজ শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখে। 

অবরোধের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শাহবাগ, শাহবাগ থেকে ফার্মগেট, মৎস্য ভবন থেকে শাহবাগ রোড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন থেকে অনেকেই নেমে পড়েন এবং হেঁটে গন্তব্যে রওনা হন। 

আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো—সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। এ সময় তারা নানান স্লোগান দিতে থাকে। 

সনাতনী নাগরিকদের পক্ষে মিছিল নিয়ে আসা বিপ্লব ধর আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারকে তিন দিন সময় বেঁধে দিতে চাই। আমাদের দাবিগুলো যৌক্তিক। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি মানতে বাধ্য করা হবে।’ 

কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী অর্ণব বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি পেশ করা হয়। তারা কিন্তু আমাদের দাবি শুনে না। আমরা এবারে দাবি নিয়ে এসেছি, আদায় করে ছাড়ব।’ 

সনাতন ধর্মাবলম্বীদের এ কর্মসূচিতে জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্‌যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে