চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। আজ শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখে।
অবরোধের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শাহবাগ, শাহবাগ থেকে ফার্মগেট, মৎস্য ভবন থেকে শাহবাগ রোড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন থেকে অনেকেই নেমে পড়েন এবং হেঁটে গন্তব্যে রওনা হন।
আন্দোলনকারীদের চার দফা দাবিগুলো হলো—সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। এ সময় তারা নানান স্লোগান দিতে থাকে।
সনাতনী নাগরিকদের পক্ষে মিছিল নিয়ে আসা বিপ্লব ধর আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারকে তিন দিন সময় বেঁধে দিতে চাই। আমাদের দাবিগুলো যৌক্তিক। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি মানতে বাধ্য করা হবে।’
কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী অর্ণব বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি পেশ করা হয়। তারা কিন্তু আমাদের দাবি শুনে না। আমরা এবারে দাবি নিয়ে এসেছি, আদায় করে ছাড়ব।’
সনাতন ধর্মাবলম্বীদের এ কর্মসূচিতে জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।