হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে সাংবাদিকের বাড়িতে ডাকাতি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক সাংবাদিকের বাড়িতে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতে টঙ্গী থানার তিলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, এতে ১৬ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুট হয়েছে। 

ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক হলেন তিলারগাতি এলাকার মনির উদ্দিন। তিনি টঙ্গী থানা প্রেসক্লাবের সদস্য। এ ছাড়া তিনি একটি সংবাদপত্রে কাজ করেন। 

ডাকাতি হওয়ার ঘটনা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।’ 

মনির উদ্দিন জানান, আজ ভোররাতে ৮-১০ জনের মুখোশধারী একটি দল বাড়ির দ্বিতীয় তলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। ডাকাত দলের সদস্যরা পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাড়ির সবার চোখ, হাত-পা বেঁধে ভিন্ন ভিন্ন কক্ষে আটকে রাখে তারা। এ সময় ১৬ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। 

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিভিন্ন আলামত জব্দ করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন