হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের এনডিসি রওশন কবির। ছবি: আজকের পত্রিকা

রমজান মাস সামনে রেখে চালের বাজার নিয়ন্ত্রণে অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ মূল্য কারসাজি রোধে কিশোরগঞ্জে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে জেলা শহরের বড় বাজারে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

অভিযানে মূল্যতালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রসিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০১৮ সালের কৃষি বিপণন আইনে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের চালের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যে বিক্রিসহ কারসাজির বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির জানান, রমজানে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ রোববার জেলা শহরের বড় বাজারের চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান