হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে নাজনীন ভূঁইয়া (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার টঙ্গীর গাজীবাড়ি পুকুড়পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার আবুল কাশেমের মেয়ে এবং টঙ্গীর শাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। 

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই এলাকার একটি ভবনের ৮ম তলায় মা–বাবার সঙ্গে বাস থাকত নাজনীন। তার মা অজুফা আলী মুক্তা একজন আইনজীবী। সে ওই দম্পতির একমাত্র সন্তান। একই ভবনের পাঁচ তলায় থাকেন তার মামা। 

আজ (মঙ্গলবার) তার বাবা–মা বাইরে গেলে দুপুরে তার মামি মারিয়া জাহান নাজনীনকে ডাকতে আসেন। এ সময় কক্ষের ভেতর থেকে কোন সাড়া না পেয়ে আশপাশের লোকদের ডাকেন। পরে কক্ষের ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে নাজনীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন