হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কুলিয়ারচরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার, একই এলাকায় ঝুলছিল কিশোরীর লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উবাইদুল্লাহ পাইলট (৩৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাজরা বাসস্ট্যান্ড-কামালপুর নতুন বাজার সড়কের পশ্চিম তারাকান্দি নামক স্থান থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে একই এলাকায় মুন্না আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে কুলিয়ারচর থানার পুলিশ।

নিহত চাল ব্যবসায়ী উবাইদুল্লাহ পাইলট বাজরা মাছিমপুর মুন্সিবাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি বাজরা বাসস্ট্যান্ডে চালের ব্যবসা করতেন। আর কিশোরী মুন্না আক্তার পশ্চিম তারাকান্দি গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তা ছাড়া কিশোরীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উবায়দুল্লাহ পাইলট প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় কে বা কারা তাঁকে গলা কেটে হত্যা করে।

এর আগে গতকাল বিকেলে একই এলাকায় নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মেয়েটির মা মৃত্যুবরণ করলে মাঝেমধ্যে মেয়েটি পাগলামি করত।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার