হোম > সারা দেশ > গাজীপুর

মানুষ গরিব আছে, কিন্তু না খেয়ে নেই: এমপি রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

মানুষ গরিব আছে, কিন্তু না খেয়ে নেই। আমাদের যুদ্ধ দারিদ্র্যের বিরুদ্ধে। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চাই।

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

সিমিন হোসেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।

আজ শুক্রবার বিকেলে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা ও কম্বল বিতরণের আয়োজন করা হয়। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে সিমিন হোসেন আরও বলেন, ‘আমরা শীত আসার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। একটা জিনিস মনে রাখতে হবে—মানুষ ভুলে যায়। ১৪ বছর আগে বাংলাদেশ কী অবস্থায় ছিল? রাস্তাঘাট, স্কুল-কলেজ, সেতুর কী অবস্থা ছিল? আর বর্তমানে তা কী অবস্থায় আছে? এই বিষয়টা কিন্তু বারবার স্মরণ করিয়ে দিতে হবে। এই যে বিদ্যুৎ, উন্নত দেশগুলোতে বিদ্যুতের দাম দেড়গুণ বাড়িয়েছে। আমাদের দেশে কিন্তু মাত্র ৫ শতাংশ বিদ্যুৎ বাড়ানো হয়েছে। করোনার সময়ে যে লোকসান হয়েছে, তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য।’

উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজীব ঘোষের সঞ্চালনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. রেজাউল রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মাহাবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান উল্লাহ শেখ ইমু।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার