হোম > সারা দেশ > ঢাকা

ফেনসিডিল উদ্ধারের মামলায় ৪ মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত মাদক ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় চার মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। 

আসামিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মেহেদী, সাতক্ষীরা সদর থানার তাজালপুরের জাহাঙ্গীর আলম, একই এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান সাগর ও পাবনা সদর থানার হাজারীপুরের বাসিন্দা রফিকুল ইসলাম। 

কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত রায়ে বলেছেন। আসামি আশরাফুজ্জামান অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্য তিনজন আদালতে হাজির থাকায় তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে। 

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রাকিব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্ট পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি প্রাইভেটকার ও একটি কাভার্ড ভ্যান মগবাজার মোড়ে তল্লাশি করে ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। 

এ ঘটনায় ডিবি পুলিশ দক্ষিণের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের এসআই মোহাম্মদ নাজমুল হক রমনা মডেল থানায় মামলা করেন। 

আসামিরা যশোর সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় এসেছিলেন বলে মামলায় বলা হয়। 

মামলাটি তদন্ত করে ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%