কোটা সংস্কারের দবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বর ও দুই নম্বর রেলগেট আটকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট আটকে রাখেন। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ভিন্ন পথ ঘুরে চলাচল করতে দেখা গেছে গাড়িগুলো। যান চলাচল বন্ধ থাকলেও রোগীবাহী গাড়ি ও অ্যাম্বুল্যান্স ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।
এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সঙ্গে রাখা হয়েছে একটি এপিসি ও ওয়াটার ক্যানন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিতে থাকেন। তোপের মুখে পুলিশ সড়ক থেকে সরে চাষাঢ়া সোনালী ব্যাংকের গলিতে চলে যায়। তবে রাস্তায় এখনো মোতায়েন আছে এপিসি ও ওয়াটার ক্যানন।