জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ সোমবার সকালে গুলশান-২’র নগরভবনের মূলফটকে স্থাপিত প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির শ্রমিক-কর্মচারী লীগের নেতৃবৃন্দ।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন-মহান স্বাধীনতা। জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সেই স্বাধীনতার স্থপতি। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিজয়ের মধ্যে দিয়ে আজকের এই দিনে তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। মূলত ইতিহাসের এই মহানায়কের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পায়।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১০ জানুয়ারি সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে ফিরে আসেন। প্রতি বছর দিনটি ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালিত হচ্ছে।