বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানান তিনি।
এর আগে শনিবার রাতে গুলশানের বাসায় গিয়ে জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন খালেদা জিয়ার চিকিৎসকেরা। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
চলতি মার্চ মাসের ১৩ তারিখ এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হয়েছিল। সে সময় এক দিন হাসপাতালে ছিলেন তিনি। গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।