হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাছের খাদ্য পরিবহনের আড়ালে মাদক কারবারি, গ্রেপ্তার ১ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজায় মাছের খাদ্য বহনকারী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারীর নাম জুয়েল মিয়া (২৭)। তিনি কুমিল্লার আলেখারচর এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন বলেন, গোপন সংবাদে জানতে পারি একটি ট্রাকে মাছের খাদ্যের ভেতরে করে গাঁজা পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আজ ভোরে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি ট্রাকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাছের খাদ্যের ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গাঁজা পাচারের অভিযোগে জুয়েল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা