হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানায় শ্রমিক পিটিয়ে হত্যায় আরও একজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানা শ্রমিক হৃদয় (১৯) হত্যা মামলায় শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এই হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার শফিকুল (৩০) কোনাবাড়ী থানার কাশিমপুর রোডে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মী। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামে। তিনি কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।

গ্রিনল্যান্ড গার্মেন্টসে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের কারখানাটির ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়। গত শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টা থেকে গত শনিবার (২৮ জুন) সকাল ১০টার মধ্যে এই পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। গত শনিবার (২৮ জুন) রাতে হৃদয়ের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি কোনাবাড়ীর হারিনাবাড়ী এসরারনগর হাউজিং এলাকায় মা ও বোনসহ ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রিনল্যান্ড ফ্যাক্টরিতে ডাইং সেকশনের ইলেকট্রিক মেকানিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।

কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাঁর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে হৃদয় হত্যায় গত শনিবার রাতে হাসান মাহমুদ মিঠুন (২৮) নামে গ্রিনল্যান্ড গার্মেন্টসের আরও এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি